
রাজশাহী জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন জনাব,ফারজানা ইসলাম
মোঃ আলতাফ হোসেন বাবু,জেলা প্রতিনিধি রাজশাহীঃ রোজ শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ইং অপরাহ্ণে রাজশাহীর জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন,জনাব ফারজানা ইসলাম।
সদ্য যোগদানকৃত পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামের নিকট বিদায়ী পুলিশ সুপার জনাব মো:আনিসুজ্জামান দায়িত্বভার হস্তান্তর করেন।
এ সময় নবাগত রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব ফারজানা ইসলামকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামানকে ও বিদায়ী সংবর্ধনা দিয়েছেন রাজশাহী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আবু সালেহ মোঃ আশরাফুল আলম (পুলিশ সুপারপদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ রফিকুল আলম-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিদায়ী পুলিশ সুপার মো: আনিসুজ্জামান ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে যোগদানের উদ্দেশ্যে আজ প্রস্থান গ্রহণ করেন।