
মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির মামলায় উপজেলার আশারকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল খয়েছ ইসরাইল (৫৫)কে গ্রেফতার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ রুহুল আমীন, অফিসার ইনচার্জ, জগন্নাথপুর এর নির্দেশনায় এসআই(নিঃ)/মোহাম্মদ সাকিব হোসেন, এসআই(নিঃ)/মোঃ লুৎফর রহমান, এসআই(নিঃ) মোঃ শাহীন হোসেন, এএসআই(নিঃ)/মোঃ সজীব মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ জগন্নাথপুর থানার মামলা নং ১২(১১)২০২৪ ইংএর সন্দিগ্ধ আসামী আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে আবুল কয়েছ ইসরাইল (৫৫) কে স্থানীয় দাওরাই বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন,জগন্নাথপুরের মিরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য বিগত ১৯ নভেম্বর জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নুর বাদী হয়ে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ আওয়ামীলীগের ৪৯ জন নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা করেন। এ পর্যন্ত ওই মামলায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে আদালতে আরও ৩ আওয়ামিলীগ নেতা জামিন নেওয়ার হাজির হলে আদালত তিন জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করার আদেশ দেন।