১২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ মে ২০২৫

জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন 

মোঃ মুকিম উদ্দিন,জগন্নাথপুর প্রতিনিধিঃ কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে সরকারি পদক্ষেপ নেওয়ার দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের বাসিন্দাদের আয়োজনে উপজেলার কুশিয়ারা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দুপুর ২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও শিক্ষক, জেলে, নদী ভাঙন কবলিত এলাকার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা কুশিয়ারা নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বালিশ্রী গ্রামের আতাউর রহমান, ইমাম মাওলানা আরিফ উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন, আশরাফুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের অনেক পরিবারের বসতবাড়ি, আবাদি জমিসহ সাধারণ মানুষের চলাচলের রাস্তা বিলীন হয়ে গিয়েছে। রৌয়াইল রানীগঞ্জ খেয়াঘাটের সড়কের ভাঙনে বালিশ্রীসহ ৭/৮ টি গ্রামের জনসাধারণের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। নদী ভাঙনে রাস্তাঘাট, বাড়িঘর, এছাড়াও মুসলমানদের ধর্মীয় প্রতিষ্টান মসজিদ পর্যন্ত বিলীন হয়ে যাইতেছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে অসহায় ভুমিহীন হয়েছে। বক্তারা আরো বলেন, আমাদের প্রায় ৭/৮ গ্রামের যাতায়াতের পাকা সড়ক ভেঙে কুশিয়ারা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের কারনে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবেনা। নদী ভাঙন রোধে সরকার পদক্ষেপ নিলেও বাস্তবায়িত হয়নি। সামান্য একটু এগুলেই মুসলমানদের ধর্মীয় প্রতিষ্টান মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ইউপি সদস্য বলেন, সরকার বরাদ্দ দিয়ে নদীর গভীরতা ও স্রোতের কারনে প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। চলাচলের রাস্তাটি পরপর ভাঙায় বালিশ্রী গ্রামের গুলজার আলীর পুকুর পাড় দিয়ে এই এলাকার মানুষের চলাচল করতে হচ্ছে। এলাকাবাসীর সরকারের কাছে দাবী জানান, নদীর তীর সংরক্ষণের আওতায় এনে এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি মসজিদ রক্ষা করার।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

জগন্নাথপুরে কুশিয়ারা নদী ভাঙন থেকে রক্ষার দাবীতে মানববন্ধন 

আপডেট সময়: ০৬:০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

মোঃ মুকিম উদ্দিন,জগন্নাথপুর প্রতিনিধিঃ কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধে সরকারি পদক্ষেপ নেওয়ার দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২ টায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের বাসিন্দাদের আয়োজনে উপজেলার কুশিয়ারা নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দুপুর ২টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও শিক্ষক, জেলে, নদী ভাঙন কবলিত এলাকার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা কুশিয়ারা নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বালিশ্রী গ্রামের আতাউর রহমান, ইমাম মাওলানা আরিফ উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য জাকির হোসেন, আশরাফুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কুশিয়ারা নদীর ভাঙ্গনে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বালিশ্রী গ্রামের অনেক পরিবারের বসতবাড়ি, আবাদি জমিসহ সাধারণ মানুষের চলাচলের রাস্তা বিলীন হয়ে গিয়েছে। রৌয়াইল রানীগঞ্জ খেয়াঘাটের সড়কের ভাঙনে বালিশ্রীসহ ৭/৮ টি গ্রামের জনসাধারণের যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। নদী ভাঙনে রাস্তাঘাট, বাড়িঘর, এছাড়াও মুসলমানদের ধর্মীয় প্রতিষ্টান মসজিদ পর্যন্ত বিলীন হয়ে যাইতেছে। অনেকেই ঘরবাড়ি হারিয়ে অসহায় ভুমিহীন হয়েছে। বক্তারা আরো বলেন, আমাদের প্রায় ৭/৮ গ্রামের যাতায়াতের পাকা সড়ক ভেঙে কুশিয়ারা নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙনের কারনে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারবেনা। নদী ভাঙন রোধে সরকার পদক্ষেপ নিলেও বাস্তবায়িত হয়নি। সামান্য একটু এগুলেই মুসলমানদের ধর্মীয় প্রতিষ্টান মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে যাবে। ইউপি সদস্য বলেন, সরকার বরাদ্দ দিয়ে নদীর গভীরতা ও স্রোতের কারনে প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। চলাচলের রাস্তাটি পরপর ভাঙায় বালিশ্রী গ্রামের গুলজার আলীর পুকুর পাড় দিয়ে এই এলাকার মানুষের চলাচল করতে হচ্ছে। এলাকাবাসীর সরকারের কাছে দাবী জানান, নদীর তীর সংরক্ষণের আওতায় এনে এলাকার রাস্তাঘাট, ঘরবাড়ি মসজিদ রক্ষা করার।