১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

শেখ হাসিনার সম্মতি ছাড়া কোনো হত্যাকাণ্ড হয়নি: অধ্যাপক আবুল কাসেম

ছায়া সংসদে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ-ছবি: সংগৃহীত

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মনে করেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারবে না। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া কোনো হত্যাকাণ্ড হয়নি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছায়া সংসদে ‘জুলাই হত্যাকাণ্ডের কারণে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে আওয়ামী লীগের সামাজিক পরাজয় বেশি’ শিরোনামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার রাজধানীর এফডিসিতে এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে ভিন্নমতাবলম্বীদের নির্মমভাবে দমন করা হয়, তারা (আওয়ামী লীগ) গুম, খুন, টর্চার সেল ও আয়না ঘরের মতো নির্যাতন কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন করে। ৭৫ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে ২৪ বছরে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হতো না।

বাংলা একাডেমির সভাপতিও মনে করেন, আওয়ামী লীগের রাজনীতি ধাপে ধাপে কলুষিত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিচার ব্যবস্থাকে বিতর্কিত করেছে এবং দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ দিয়েছে। হাইকোর্ট বিভাগ ও সুপ্রিম কোর্টের রায়ে রাজনৈতিক মামলায় জনগণের আস্থা ছিল না। ফলে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের মহানায়ক করতে গিয়ে ইতিহাস থেকে অনেক জাতীয় নেতার অবদান মুছে দিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা-উত্তর সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন অনেক ক্ষুধার্ত মানুষকে মরতে দেখা যেত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক পরাজয় হয়েছে।

এই ছায়া সংসদে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শেখ হাসিনার সম্মতি ছাড়া কোনো হত্যাকাণ্ড হয়নি: অধ্যাপক আবুল কাসেম

আপডেট সময়: ০১:২০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মনে করেন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগ এড়াতে পারবে না। তিনি বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি ছাড়া কোনো হত্যাকাণ্ড হয়নি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছায়া সংসদে ‘জুলাই হত্যাকাণ্ডের কারণে আওয়ামী লীগের রাজনৈতিক পরাজয়ের চেয়ে আওয়ামী লীগের সামাজিক পরাজয় বেশি’ শিরোনামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শনিবার রাজধানীর এফডিসিতে এই ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে ভিন্নমতাবলম্বীদের নির্মমভাবে দমন করা হয়, তারা (আওয়ামী লীগ) গুম, খুন, টর্চার সেল ও আয়না ঘরের মতো নির্যাতন কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন করে। ৭৫ বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে ২৪ বছরে আওয়ামী লীগের এমন করুণ পরিণতি হতো না।

বাংলা একাডেমির সভাপতিও মনে করেন, আওয়ামী লীগের রাজনীতি ধাপে ধাপে কলুষিত হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিচার ব্যবস্থাকে বিতর্কিত করেছে এবং দলীয় বিবেচনায় বিচারক নিয়োগ দিয়েছে। হাইকোর্ট বিভাগ ও সুপ্রিম কোর্টের রায়ে রাজনৈতিক মামলায় জনগণের আস্থা ছিল না। ফলে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের মহানায়ক করতে গিয়ে ইতিহাস থেকে অনেক জাতীয় নেতার অবদান মুছে দিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা-উত্তর সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন অনেক ক্ষুধার্ত মানুষকে মরতে দেখা যেত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, আওয়ামী লীগের সামাজিক ও রাজনৈতিক পরাজয় হয়েছে।

এই ছায়া সংসদে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিতার্কিকদের পরাজিত করে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।