০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫

সদরপুরে মাটি কাটা বেকু ও ট্রাকসহ ৪জন আটক।

ফরিদপুরের সদরপুর থানা পুলিশ গতকাল রাত্রে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নীজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা অবস্থায় ১টি বেকু ও ২ টি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে।

জানাগেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেকু ও ট্রাক দিয়ে মাটি কাটার মহাউৎসব চলছে চলতি ইটভাটা মৌসুমে। প্রশাসনের উর্ধ্বন কর্তৃপক্ষের নি্র্দেশে সদরপুর থানা পুলিশ কৃষ্ণপুর ইুনিয়নের নীজগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হচ্ছে, বেকুর মালিক নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আকরাম ফকিরের পুত্র আঃ ওহাব ফকির (৫২) ও তার ব্যাবসায়ী পাটনার ফরিদপুর সদর উপজেলার তাম্বুল খানা গ্রামের রেজাউল শেকের পুত্র জেরিন শেক, বেকু চালক নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি হ্রামের ছিদ্দিক মল্লিকের পুত জুবায়ের মল্লিক (২২) এবং ট্রাক চালক নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাবুল শেকের পুত্র আল আমিন শেক (২০)। আটককৃতদের নামে সদরপুর থানায় বালু মহল আইনে মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা,সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী মিনারুল ইসলাম জানান আটক কৃতদের নামে মামলার প্র্স্তুতি চলমান রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সদরপুরে মাটি কাটা বেকু ও ট্রাকসহ ৪জন আটক।

আপডেট সময়: ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ফরিদপুরের সদরপুর থানা পুলিশ গতকাল রাত্রে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নীজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাটি কাটা অবস্থায় ১টি বেকু ও ২ টি ট্রাকসহ ৪ জনকে আটক করেছে।

জানাগেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেকু ও ট্রাক দিয়ে মাটি কাটার মহাউৎসব চলছে চলতি ইটভাটা মৌসুমে। প্রশাসনের উর্ধ্বন কর্তৃপক্ষের নি্র্দেশে সদরপুর থানা পুলিশ কৃষ্ণপুর ইুনিয়নের নীজগ্রাম এলাকা থেকে তাদেরকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হচ্ছে, বেকুর মালিক নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত আকরাম ফকিরের পুত্র আঃ ওহাব ফকির (৫২) ও তার ব্যাবসায়ী পাটনার ফরিদপুর সদর উপজেলার তাম্বুল খানা গ্রামের রেজাউল শেকের পুত্র জেরিন শেক, বেকু চালক নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদি হ্রামের ছিদ্দিক মল্লিকের পুত জুবায়ের মল্লিক (২২) এবং ট্রাক চালক নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের বাবুল শেকের পুত্র আল আমিন শেক (২০)। আটককৃতদের নামে সদরপুর থানায় বালু মহল আইনে মামলা হয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা,সদরপুর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী মিনারুল ইসলাম জানান আটক কৃতদের নামে মামলার প্র্স্তুতি চলমান রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে কোর্টে প্রেরন করা হয়েছে।