০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ দুই জন গ্রেফতার

মোঃ মুকিম উদ্দিন,জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়েছে।

একে অপরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির একাধিক অপরাধের সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
তবে উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ প্রকাশ্যে আসলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
এ ঘটনায় উপজেলার সর্বত্রই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও বিশ্বস্থ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদীর আহমেদ, ও সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসে গত ২৭ জানুয়ারি এন আই ডির জালিয়াতির বিষয়ে সংবাদ পেয়ে পরিদর্শনে আসেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসের সার্ভারের ডাটা বেজ পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন যে, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান (এনআইডি-১৯৭৯১৬৯০১৬), তানভীর হাসান (এনআইডি-৯১৭৯০৩২২৭২), ও মোহাম্মদ লিটন আহমেদ এর একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমসহ অজ্ঞাতনামা আরো কয়েক জনের সহায়তায় জালিয়াতি এবং এনআইডির তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করার মাধ্যমে প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের নামে তাদের ডেমোগ্রাফিক তথ্য এবং ছবির সাথে জগন্নাথপুর উপজেলার ভোটারদের ফিঙ্গার ও আইরিশ ব্যবহার করে ১৮/১১/২০২৪ খ্রিঃ তারিখ হতে ২৭/০১/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যবর্তী যে কোন সময় বিভিন্ন তারিখ ও সময়ে অবৈধভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী হওয়া সত্বেও জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরির বিষয়ে সত্যতা পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার, মো: মুজিবুর রহমান (৫১) ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৯) সহ সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যার মামলা নং ২২ তারিখ-২৮/০১/২০২৫ ইং।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ২০১০ এর ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ এবং ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ও ২০ ধারায় এ মামলা রুজু করা হয়।
মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলা নির্বাচন অফিসার সহ দুইজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

জগন্নাথপুরে জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে নির্বাচন কর্মকর্তাসহ দুই জন গ্রেফতার

আপডেট সময়: ০৩:৩১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

মোঃ মুকিম উদ্দিন,জগন্নাথপুর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমকে গ্রেফতার করা হয়েছে।

একে অপরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র তৈরির একাধিক অপরাধের সত্যতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
তবে উপজেলা নির্বাচন অফিসার মুজিবুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ প্রকাশ্যে আসলেও তিনি ছিলেন ধরাছোঁয়ার বাইরে।
এ ঘটনায় উপজেলার সর্বত্রই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও বিশ্বস্থ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) মোঃ তকদীর আহমেদ, ও সহকারী প্রোগ্রামার (তথ্য ব্যবস্থাপনা) আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসে গত ২৭ জানুয়ারি এন আই ডির জালিয়াতির বিষয়ে সংবাদ পেয়ে পরিদর্শনে আসেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসের সার্ভারের ডাটা বেজ পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন যে, প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান (এনআইডি-১৯৭৯১৬৯০১৬), তানভীর হাসান (এনআইডি-৯১৭৯০৩২২৭২), ও মোহাম্মদ লিটন আহমেদ এর একাধিক জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলমসহ অজ্ঞাতনামা আরো কয়েক জনের সহায়তায় জালিয়াতি এবং এনআইডির তথ্য-উপাত্ত বিকৃত বা বিনষ্ট করার মাধ্যমে প্রবাসে অবস্থানরত সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের নামে তাদের ডেমোগ্রাফিক তথ্য এবং ছবির সাথে জগন্নাথপুর উপজেলার ভোটারদের ফিঙ্গার ও আইরিশ ব্যবহার করে ১৮/১১/২০২৪ খ্রিঃ তারিখ হতে ২৭/০১/২০২৫ খ্রিঃ তারিখের মধ্যবর্তী যে কোন সময় বিভিন্ন তারিখ ও সময়ে অবৈধভাবে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমান এবং ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম উপজেলা নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী হওয়া সত্বেও জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরির বিষয়ে সত্যতা পাওয়ায় জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার, মো: মুজিবুর রহমান (৫১) ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম (৩৯) সহ সাদিকুর রহমান, তানভীর হাসান ও মোহাম্মদ লিটন আহমেদের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। যার মামলা নং ২২ তারিখ-২৮/০১/২০২৫ ইং।
জাতীয় পরিচয় নিবন্ধন আইনের ২০১০ এর ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ এবং ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৮ ও ২০ ধারায় এ মামলা রুজু করা হয়।
মামলাটি দায়ের করেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা।
এরই প্রেক্ষিতে জগন্নাথপুর থানা পুলিশ উপজেলা নির্বাচন অফিসার মো: মুজিবুর রহমান ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জুবায়ের আলম গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন জানান, উপজেলা নির্বাচন অফিসার সহ দুইজনকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।