০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

সদরপুরে পুলিশের কাছ থেকে আটক যুবককে ছিনতাই

সদরপুর,(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় পুলিশের হেফাজতে থাকা এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ২৯ জানুয়ারি বুধবার রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তির নাম ফারুক হোসেন ওরফে বাকু (৪০)। তিনি সদরপুর উপজেলা সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে আটক করে থানায় আনে পুলিশ। পরে অসুস্থতার কথা জানালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) শেখ রাসেল। পরে অসুস্থ হয়ে পড়ার ‘ভান’ ধরলে রাত আটটার দিকে দুই কনস্টেবলসহ ফারুককে নিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান থানার এসআই হাদিউজ্জামান। হাসপাতালে নেওয়ার পর ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাইদুল হাসান বলেন, ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিতে চাইলে তিনি নিতে অস্বীকৃতি জানান। নিজে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার কথা বলেন।

জানতে চাইলে এসআই হাদিউজ্জামান বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়। মাত্র তিনজন পুলিশ থাকায় তাদের বাঁধা দিতে পারেনি তারা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, ফারুককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সদরপুরে পুলিশের কাছ থেকে আটক যুবককে ছিনতাই

আপডেট সময়: ০১:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

সদরপুর,(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের সদরপুর উপজেলায় পুলিশের হেফাজতে থাকা এক যুবককে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ২৯ জানুয়ারি বুধবার রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫ থেকে ৩০ জনের একটি দল পুলিশের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নেওয়া ওই ব্যক্তির নাম ফারুক হোসেন ওরফে বাকু (৪০)। তিনি সদরপুর উপজেলা সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা। এলাকায় আধিপত্য বিস্তারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় তাঁকে আটক করে থানায় আনে পুলিশ। পরে অসুস্থতার কথা জানালে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফারুক হোসেন আটরশির মোড় এলাকায় নূরুল্লাগঞ্জ ইউনিয়নের কয়েকজন সন্ত্রাসীকে নিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিলেন। খবর পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁকে আটক করে থানায় নিয়ে আসেন উপপরিদর্শক (এসআই) শেখ রাসেল। পরে অসুস্থ হয়ে পড়ার ‘ভান’ ধরলে রাত আটটার দিকে দুই কনস্টেবলসহ ফারুককে নিয়ে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান থানার এসআই হাদিউজ্জামান। হাসপাতালে নেওয়ার পর ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মাইদুল হাসান বলেন, ফারুক মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁকে ঘুম পাড়ানোর ইনজেকশন দিতে চাইলে তিনি নিতে অস্বীকৃতি জানান। নিজে অন্য কোথাও চিকিৎসা নেওয়ার কথা বলেন।

জানতে চাইলে এসআই হাদিউজ্জামান বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল ফারুককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে একটি গাড়িতে তুলে পালিয়ে যায়। মাত্র তিনজন পুলিশ থাকায় তাদের বাঁধা দিতে পারেনি তারা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন বলেন, ফারুককে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।