
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে “পুলিশের হাত থেকে আসামি ছিনতাই” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সাবেক সদরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাহালুল মাতুব্বার।
শুক্রবার (৩১ জানুয়ারী ২০২৫ইং) তার নিজ বাড়ীতে সকাল ১১ ঘটিকায় সংবাদ সম্মেলন করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার বিরুদ্ধে গত ৩০/০১/২০২৫ইং তারিখে দেশের বিভিন্ন জাতীয় স্থানীয় ও অনলাইন সংবাদমাধ্যম এ পুলিশের হাত থেকে আসামি ছিনতাই শিরোনামের সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের ভিতরে আমার নাম জড়িয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ওই সংবাদের ভিতরে আমার নেতৃত্বে থানা থেকে হাসপাতালে ফারুক হোসেন বাকু কে নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে। উক্ত ঘটনার সাথে কোনভাবেই আমি জড়িত নই কিংবা আমার নেতৃত্বে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সংবাদটি আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূল ভাবে একটি স্বার্থন্বেষীমহলের ইন্দনে করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জ্ঞাপনসহ প্রতিবাদ জানাচ্ছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদরপুর উপজেলার সাবেক সাংগাঠনিক সম্পাদক হিসেবে আ’লীগের দুঃশাষন সময়ে দলের জন্য জীবনবাজী রেখে যথাযথভাবে কাজ করেছি। এবং বিগত সময়ে মিথ্যা মামলার আসামী হয়ে জেল খেটেছি। আগামীতেও আমি দলের জন্য নিরলসভাবে কাজ করে যাবো। আমাকে জরিয়ে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সুমন আহমেদ, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোল্লা ফরিদ আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ বাবুল হোসেনসহ শতাধিক নেতাকর্মী।