
ইঞ্জিন বিকল হয়ে চার দিন সমুদ্রে ভাসার পর এনভি মা-বাবার দোয়া নামে একটি ফিশিং বোটের ১৩ জেলে কে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের দুবলার চরের আলুরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিম থেকে তাদের উদ্ধার করা হয়। সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান গতকাল বুধবার জরুরী সেবা নম্বর ৯৯৯ থেকে একটি ফিসিং বোট গত চার দিন ধরে সমুদ্রে ভাসমান রয়েছে বলে জানা যায়। পরে ৪ সদস্যের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে বোটের ১৩ জেলেকে উদ্ধার করে।এসময় ভবিষ্যতে এই ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই কোস্টগার্ড কর্মকর্তা।