স্টাফ রিপোর্টারঃ মানবাধিকার সংগঠন `হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের` -এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধা।
এখন থেকে নতুন কমিটি`সহ প্রতিষ্ঠানটির সকল বিষয়ে দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে একটি রেস্টুরেন্টে প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সর্ব সম্মতিক্রমে তাকে মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। আবজাল হোসাইন বলেন, বর্তমানে সফলতার অন্যতম ধাপ হলো উদ্যোগ নেওয়া। বর্তমান প্রতিযোগিতামূলক জীবনে পরিচালনা পরিষদের সকল সদস্যকে নতুন পরিকল্পনা ও উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। মৃধা আরও বলেন, নতুন পরিকল্পনার মাধ্যমে সমাজের অসহায় মানুষের জন্য কাজ করতে হবে। আলোচনা অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন`সহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি ১৬ জন পরিচালক নিয়ে যাত্রা শুরু করে, মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল। যার সরকারি রেজিস্ট্রেশন নং - এস-১২৮৪৭-২০১৮। প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ও মানবাধিকার বিষয়ক নানা উন্নয়নমূলক কাজ করে আসছে প্রতিষ্ঠানটি।
এক নজরে অ্যাডভোকেট আবজাল হোসাইন মৃধার বিস্তারিত :-
আবজাল হোসেন মৃধা পেশায় একজন আইনজীবী। এশিয়ার সর্ববৃহৎ বার, ঢাকা বার এসোসিয়েশনের নিয়মিত প্র্যাকটিশনার তিনি। এছাড়া সমাজ সেবা, শিক্ষানুরাগী, দানবীর ও মানবাধিকার কর্মী হিসেবে তার ব্যাপক সুনাম ও পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ সরকার অনুমোদিত স্বেচ্ছাসেবী সংগঠন `শান্তি সংঘ`র প্রতিষ্ঠাতা সভাপতি এবং ইউআইটিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক।