০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

নরসিংদির একমাত্র লেখক দম্পতি”

 

দুইজনেরই প্রকাশিত বই আছে।
একজনের চারটি অপরজনের একটি।
দুজনেই সুন্দর মনের মানুষ।

দুজনেরই পুরো পরিবার শিক্ষিতজন এবং লেখক পরিবার।
একজনের বাবা ছিলেন নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি নিজেও বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক।
তাদের শিক্ষিত পরিবারও একযোগে লেখক পরিবার, সব্বাই লিখতে জানেন। মাহবুবুল আলম কনক নরসিংদীর অগ্ররমান লেখক (তাঁর প্রকাশিত গ্রন্থ চার), তিনিও তাঁর বোন সাদিয়া আফরোজ আমাদের নব ভাবনা লেখক (তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ একটি) মার্জিত মনের অপরূপ সুন্দরী মাসুমা ফেরদৌস ঝুমুর Kanak Kongkon -এর প্রিয়দর্শিনী জীবনসঙ্গীও লেখক (তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ একটি)। তাঁদের একমাত্র সন্তান মুমতাহিনা আলম কংকনের গল্প ‘বাস্তবতা’ প্রকাশিত হয়েছে নরসিংদী থেকে প্রকাশিত শিল্প-সাহিত্যের কাগজ “পইঠা” প্রথম বর্ষ প্রথম সংখ্যায়।

একটি ছবিতে নব ভাবনা উপহার ‘ডায়েরি’ হস্তযুগলে লেখক দম্পতির সৌন্দর্য বিকিরণ বিকশিত করছে ।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

রাজশাহীর মোহনপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়

নরসিংদির একমাত্র লেখক দম্পতি”

আপডেট সময়: ০৪:৩৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫

 

দুইজনেরই প্রকাশিত বই আছে।
একজনের চারটি অপরজনের একটি।
দুজনেই সুন্দর মনের মানুষ।

দুজনেরই পুরো পরিবার শিক্ষিতজন এবং লেখক পরিবার।
একজনের বাবা ছিলেন নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। তিনি নিজেও বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক।
তাদের শিক্ষিত পরিবারও একযোগে লেখক পরিবার, সব্বাই লিখতে জানেন। মাহবুবুল আলম কনক নরসিংদীর অগ্ররমান লেখক (তাঁর প্রকাশিত গ্রন্থ চার), তিনিও তাঁর বোন সাদিয়া আফরোজ আমাদের নব ভাবনা লেখক (তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ একটি) মার্জিত মনের অপরূপ সুন্দরী মাসুমা ফেরদৌস ঝুমুর Kanak Kongkon -এর প্রিয়দর্শিনী জীবনসঙ্গীও লেখক (তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ একটি)। তাঁদের একমাত্র সন্তান মুমতাহিনা আলম কংকনের গল্প ‘বাস্তবতা’ প্রকাশিত হয়েছে নরসিংদী থেকে প্রকাশিত শিল্প-সাহিত্যের কাগজ “পইঠা” প্রথম বর্ষ প্রথম সংখ্যায়।

একটি ছবিতে নব ভাবনা উপহার ‘ডায়েরি’ হস্তযুগলে লেখক দম্পতির সৌন্দর্য বিকিরণ বিকশিত করছে ।