১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫

ফরিদপুরে পুলিশের ওপর হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আওয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতুব্বার (২৩)।

শনিবার (৮ মার্চ) বিকেলে সালথা উপজেলার ফুকরা গ্রামে অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল শিকদারকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। তবে তাকে থানায় নেওয়ার আগেই তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

বাবুল শিকদার ওই গ্রামের মৃত করিম শিকদারের ছেলে। পুলিশ জানায়, হামলার ঘটনায় একজন এসআই, একজন এএসআইসহ চারজন পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ পুলিশের প্রতি হামলাকে অন্যায় বলছেন, আবার কেউ বলছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বজনরা উত্তেজিত হয়ে এমনটা করেছেন।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা কঠোর অবস্থানে থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

ফরিদপুরে পুলিশের ওপর হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

আপডেট সময়: ১১:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের আওয়াল শিকদার (৬০), ফরিদ শিকদার (৩৩) ও সাকিব মাতুব্বার (২৩)।

শনিবার (৮ মার্চ) বিকেলে সালথা উপজেলার ফুকরা গ্রামে অভিযান চালিয়ে দ্রুত বিচার আইনের মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বাবুল শিকদারকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। তবে তাকে থানায় নেওয়ার আগেই তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

বাবুল শিকদার ওই গ্রামের মৃত করিম শিকদারের ছেলে। পুলিশ জানায়, হামলার ঘটনায় একজন এসআই, একজন এএসআইসহ চারজন পুলিশ সদস্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারকালে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ পুলিশের প্রতি হামলাকে অন্যায় বলছেন, আবার কেউ বলছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বজনরা উত্তেজিত হয়ে এমনটা করেছেন।

পুলিশ বলছে, আইনশৃঙ্খলা রক্ষায় তারা কঠোর অবস্থানে থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।