০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ মে ২০২৫

ফকিরহাটে পাঁচ ঘন্টার ব্যবধানে বাজার ও বিদ্যালয়ে আগুন

 

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুণ লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা ও দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাটের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, রাত আনুমানিক ১২টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে মো. ইমরান (৩৫) এর দোকানে আগুণ লাগে। এরপর দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গার্মেন্টস ও সুতার দোকান সহ আশেপাশের ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র উঠিয়ে ছিলেন দোকানে। আগুণে পুড়ে যাওয়ায় এখন সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে তাদের। চারটি দোকানে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন।
অপরদিকে উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সন্ধ্যায় আগুণ লেগেছে বলে জানায় ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি মো. শাহজাহান মিয়া। খবর পেয়ে একটি টিম গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

ফকিরহাটে পাঁচ ঘন্টার ব্যবধানে বাজার ও বিদ্যালয়ে আগুন

আপডেট সময়: ১০:৫০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

 

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ ঘন্টার ব্যবধানে পৃথক দুটি অগ্নিকাণ্ডে বাজার ও একটি প্রাথমিক বিদ্যালয়ে আগুণ লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা ও দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স ফকিরহাটের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া জানান, রাত আনুমানিক ১২টার দিকে ফকিরহাট বাজারের পুরাতন সুপারি পট্টি গলিতে মো. ইমরান (৩৫) এর দোকানে আগুণ লাগে। এরপর দ্রুত আগুণ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গার্মেন্টস ও সুতার দোকান সহ আশেপাশের ৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রাথমিক ধারণা অনুযায়ী প্রায় ১৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছেন এই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্থ দোকানের মালিক মো. ইমরান ও উত্তম চন্দ্র সাহা জানান, সামনে ঈদের জন্য নতুন পোশাক ও জিনিসপত্র উঠিয়ে ছিলেন দোকানে। আগুণে পুড়ে যাওয়ায় এখন সর্বস্ব হারিয়ে পথে বসতে হবে তাদের। চারটি দোকানে কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা দাবী করেন।
অপরদিকে উপজেলার মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সন্ধ্যায় আগুণ লেগেছে বলে জানায় ফকিরহাট ফায়ার সার্ভিসের ওসি মো. শাহজাহান মিয়া। খবর পেয়ে একটি টিম গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে তিনি ধারণা করছেন।
ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, আগুনে মৌভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের একটি কক্ষের বৈদ্যুতিক মালামাল ও আসবাবপত্রের কিছু অংশ পুড়ে গেছে বলে তিনি জানতে পেরেছেন। প্রধান শিক্ষক লিখিত প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।