০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫

ফকিরহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মো. শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। শওকত শেখ পেশায় একজন ভ্যানচালক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যান চালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শওকত শেখ।
এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। এ রাতেই মামলার আসামী শওকত শেখকে পুলিশ গ্রেপ্তার করে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, ১১বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামী শওকত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন আছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

ফকিরহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:৩৭:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে ১১বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ভ্যান চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১৯ মার্চ) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামী মো. শওকত শেখ (৫০) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের ইনছান উদ্দিন শেখের ছেলে। শওকত শেখ পেশায় একজন ভ্যানচালক।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ মামলার সংক্ষিপ্ত বিবরণে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই শিশুকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে একটি ফাঁকা জায়গা ডেকে নিয়ে যায় ভ্যান চালক শওকত শেখ। সেখানে নিয়ে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি চিৎকার দিলে আশে পাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায় অভিযুক্ত শওকত শেখ।
এ ঘটনায় রাতেই শিশুটির মা বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেন। এ রাতেই মামলার আসামী শওকত শেখকে পুলিশ গ্রেপ্তার করে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, ১১বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলার আসামী শওকত শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার বাগেরহাট বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন আছে।