
গাজীপুরে টঙ্গী কলেজ গেট এরিয়াতে ফুতপাতে জমজমাট হয়ে উঠেচে কাপড়ের দোকান গুলো।আসন্ন ঈদ উপেক্ষা করে দোক গুলোতে উপচে পড়া ভিড়।দোকান দার দের বক্তবে জানা যায় দোকানদার দের বেচা কিনা আগের চে বেশি হচ্ছে,,তবে ২৫/২৬রোজার পরে বেচাকিনা বেশি হওয়ার আসা করছে।ক্রেতা দের বক্তবে জানা যায় দোকানদার রা কাপড়ের দাম বেশি চাইছে,অনেক সময় তো তাদের সাথে দামাদামি নিয়ে ঝগড়াও বাজে,তবে ভালো মানের কাপড় পাওয়া যায় এখানে।