
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা প্রয়াত উমরা মিয়া কোরেশীর পরিবারবর্গের হাতে গড়া সংগঠন উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্টালগ্ন থেকে এই সংগঠনের সংশ্লিষ্টরা সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এরিই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় রমজানুল মোবারক উপলক্ষে রোজাদার ধর্মপ্রাণ মুসলমানদের উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উদ্যোগে প্রয়াত উমরা মিয়া কোরেশী সহ পরিবারের মুর্দেগানের রুহের মাগফেরাত কামনায় ২৪ মার্চ সোমবার শ্রীধরপাশা গ্রামস্ত কোরেশী বাড়িতে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের উপদেষ্টা ছফির আলম কোরেশী, প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী সহ অন্যান্য সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী, বিশিষ্ট মুরব্বি আফরোজ আলম কোরেশী, ডা. হাবিবুর রহমান, কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও উমরা মিয়া কোরেশী হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন অমৃত, সাধারণ সম্পাদক মাসুম আলম কোরেশী, সহ সভাপতি জুনেদ আহমদ কোরেশী, সদস্য সালমান আলম কোরেশী, আনোয়ার হোসেন, আব্দুল কদ্দুস উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। মাহফিলের পূর্ব মুহুর্তে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মুজাহিদ আহমদ, ইফতারের পুর্বে রোজার গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন, মাওলানা শাহজামাল, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বদরুল ইসলাম প্রমুখ। ইফতার মাহফিলে দোয়া করেন শ্রীধরপাশা সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হোসাইন আহমদ
মরহুম উমরা মিয়া কোরেশী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সদস্য জাকুয়ান আলম কোরেশী বলেন, মানব কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। মানবতায় হলো প্রকৃত ধর্ম। প্রতি বছরের ন্যায় এই বছরও দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় । তিনি আরও বলেন, সামাজিক উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকলে সমাজ আরো উন্নত হবে। প্রতিবছর মানবতার কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।