০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫

সদরপুরে শুভ উদ্বোধন করা হলো ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল

সজল হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ 

ফরিদপুরের সদরপুর উপজেলাবাসীর জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন হলো। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সদরপুর কলেজ মোড়ে ফিতা কেটে ‘ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডাঃ মোঃ মোমিনুর রহমান সরকার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর।

আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর রাজিব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকবৃন্দ।

স্বাগত বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর রাজিব হোসেন বলেন,

“এই অঞ্চলের সাধারণ মানুষ যেন দ্রুত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু। আমাদের হাসপাতালে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে ডায়ালাইসিস ইউনিট, শিশু বিশেষজ্ঞ ইউনিট ও হৃদরোগ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।”

প্রধান অতিথি ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “সদরপুরের মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় বেসরকারি এই হাসপাতাল উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এতে সাধারণ মানুষ দ্রুত চিকিৎসা পেতে পারবেন এবং ঢাকা বা ফরিদপুর শহরে যেতে কম প্রয়োজন হবে।”

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সদরপুরে শুভ উদ্বোধন করা হলো ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল

আপডেট সময়: ০৭:৫০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

সজল হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ 

ফরিদপুরের সদরপুর উপজেলাবাসীর জন্য স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন হলো। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় সদরপুর কলেজ মোড়ে ফিতা কেটে ‘ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পপ কর্মকর্তা ডাঃ মোঃ মোমিনুর রহমান সরকার, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর।

আরো উপস্থিত ছিলেন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর রাজিব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকবৃন্দ।

স্বাগত বক্তব্যে ম্যানেজিং ডিরেক্টর রাজিব হোসেন বলেন,

“এই অঞ্চলের সাধারণ মানুষ যেন দ্রুত, সাশ্রয়ী ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু। আমাদের হাসপাতালে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ভবিষ্যতে ডায়ালাইসিস ইউনিট, শিশু বিশেষজ্ঞ ইউনিট ও হৃদরোগ বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।”

প্রধান অতিথি ইউএনও জাকিয়া সুলতানা বলেন, “সদরপুরের মতো একটি গুরুত্বপূর্ণ উপজেলায় বেসরকারি এই হাসপাতাল উদ্বোধন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এতে সাধারণ মানুষ দ্রুত চিকিৎসা পেতে পারবেন এবং ঢাকা বা ফরিদপুর শহরে যেতে কম প্রয়োজন হবে।”

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে শুভ উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করা হয়।