০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

সদরপুরে গাঁজা-ইয়াবা-হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩৬), সতের রশি গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে আরিফ হোসেন (৩৮), এবং সারে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের ছেলে কেশব দাস (৩৫)।

সদরপুর থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

ওসি নাজমুল হাসান জানান, “গত ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর অধীনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “সদরপুরে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

রাজশাহী জেলা গণধিকার পরিষদের নতুন কমিটি অনুমোদন

সদরপুরে গাঁজা-ইয়াবা-হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময়: ০৩:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১১ মে) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মজুমদার বাজার এলাকার মৃত মালেক মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর (৩৬), সতের রশি গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে আরিফ হোসেন (৩৮), এবং সারে সাতরশি গ্রামের মৃত শংকর চন্দ্র দাসের ছেলে কেশব দাস (৩৫)।

সদরপুর থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

ওসি নাজমুল হাসান জানান, “গত ২৪ ঘণ্টার মাদকবিরোধী অভিযানে রুবেল মাতুব্বরের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা, আরিফ হোসেনের কাছ থেকে ২০ পিস ইয়াবা এবং কেশব দাসের কাছ থেকে ৪৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।”

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর অধীনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, “সদরপুরে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”