শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান ৪৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা প্রশাসকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন ডা. মো. শাহিনসহ জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাগণ। অনুষ্ঠানে ৪৪ জন আহত জুলাই যোদ্ধাকে প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৪৪ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক প্রাপ্তরা হলেন- সাগর হোসেন, বিল্লাল, মো. সোহেল রানা, তারেক হাসান, শাকিল হোসেন, লাভলু মিয়া, আরিফুল ইসলাম, সুজন মিয়া, শফিকুল ইসলাম সিফাত, হারুন মিয়া, নাঈম, জাহাঙ্গীর আলম, আল-আমিন, সজীব মিয়া, মুনজির হোসেন, সুজন মাহমুদ, অনিক, কামরুল ইসলাম, হাসর উদ্দিন, জাকির হোসেন, আশিকুর রহমান, মনির হোসেন, আসাদুজ্জামান, আব্দুল মোতালেব, মছির উদ্দিন, সাজ্জাদ হোসেন, হাসিবুল হাসান, বাহার আলী, ডালিম, শাকিল মিয়া, আল মামুন সরকার, মাহমুদা তাসনিম, মো. শাহিন আলম, সেলিম মিয়া, জিসান আহাম্মেদ রনি, জাহিদ হাসান, ইবনুল মাশরাফি রিদম, আকাশ মিয়া, লিটন, আমির হোসেন, মনির উদ্দিন, লাভলু, নজরুল হকসহ ৪৪ জনকে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে এক জুলাই যোদ্ধা অভিযোগ করেন, তিনি ‘এ’ ক্যাটাগরির উপযুক্ত হলেও তাকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকের সদয় দৃষ্টি কামনা করেন।