
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মৃতপ্রায় ভুবনেশ্বর (অথবা লোহারটেক) নদীর অস্তিত্ব রক্ষায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা অভিযান। শনিবার সকাল থেকে দিনব্যাপী এই অভিযানে অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিডি ক্লিন-এর প্রায় ১২০০ সদস্য ও স্থানীয় ৫০০ জন স্বেচ্ছাসেবী।
চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে শপথ পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। পরে নদীর দুই কিলোমিটার এলাকাজুড়ে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। “নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান” — এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন, সেভ দ্য ভুবনেশ্বর রিভার কমিটি ও বিডি ক্লিন যৌথভাবে আয়োজন করে কর্মসূচিটি।
উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, চরভদ্রাসনের ইউএনও মনিরা খাতুন, থানার ওসি মো. রজিউল্লাহ খানসহ জনপ্রতিনিধিরা।
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল নিজে স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতায় অংশ নিয়ে বলেন, “ভবিষ্যতে ক্ষমতায় এলে নদীটি খনন করে দু’পাশে বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে।”
স্থানীয়ভাবে ‘ভুবনেশ্বর’ ও ‘লোহারটেক’ নামে পরিচিত নদীটির বর্তমান অবস্থা করুণ। নিয়মিত খননের অভাব, বাজারের ময়লা ও সুইসগেট বন্ধ থাকায় এটি মৃতপ্রায়। ১৯৩২ সালের রেকর্ডে এটি ব্যক্তি মালিকানাধীন আবাদি জমি হলেও পরে নদী ভাঙনে জলধারায় রূপ নেয়।
‘সেভ দ্য ভুবনেশ্বর রিভার কমিটি’র আহ্বায়ক গোলাম মোস্তফা বলেন, “আমরা চাই প্রশাসনের সহায়তায় নদী খনন, সীমানা নির্ধারণ, সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণ ও এর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ বাস্তবায়িত হোক।”
এই অভিযান শুধু একটি একদিনের কর্মসূচি নয়—এটি একটি নদীকে রক্ষার আন্দোলনের সূচনা। এলাকাবাসী আশাবাদী, এ প্রচেষ্টা নদীটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে।