
ফরিদপুরের সদরপুরে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর পুখুরিয়া আঞ্চলিক সড়কের আটরশি এলাকার প্রশিকা অফিসসংলগ্ন জঙ্গল থেকে শটগানটি উদ্ধার করা হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের ৫ আগস্ট সদরপুর থানা হামলায় সরকারি সম্পত্তির পাশাপাশি কয়েকটি আগ্নেয়াস্ত্র লুট করা হয়। এরপর থেকে অস্ত্র উদ্ধারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে আসছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত শটগানটি থানার রেকর্ডভুক্ত এবং এটি লুট হওয়া অস্ত্রের তালিকাভুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি উদ্ধার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ওসি নাজমুল হাসান।