০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫

বরিশালে জাতীয়পার্টির শান্তিপুন্য মিছিলে হামলা

বরিশালে জাতীয় পার্টির (জাপা) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাপা বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অপরদিকে পাল্টা প্রতিরোধের সময় হামলাকারীদের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন জাপার নেতাকর্মীরা।

শনিবার (৩১ মে) বিকেলে নগরের ফকিরবাড়ি রোড ও সদর রোডের সংযোগস্থলে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সদর রোডে ওঠার সময় পেছন থেকে ১০-১৫ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হলে, অন্য নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে পাল্টা হামলা চালায় হামলাকারীদের ওপর। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ওই সময় হামলাকারীদের একজন ফকিরবাড়ি রোডের একটি মার্কেটের ভেতরে আটকা পড়ে। এ সময় জাপার নেতাকর্মীরা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার (২৯ মে) রংপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে টোকাই ও সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে চেয়ারম্যান সাহেবের বাসভবন হামলা ও ভাঙচুর করে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপরই কিছু সন্ত্রাসীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

তিনি বলেন, আমরা রংপুরের ওই ঘটনার প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। তার ধারবাহিকতায় বরিশালে আমরা কর্মসূচি পালন বিকেলে শুরু করি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কিছু টোকাই মার্কা সন্ত্রাসী বিনা উসকানিতে অহেতুক আমাদের ওপর লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন আমাদের নেতাকর্মীরা। তিনি কে এবং কোনো দলের সেটি যেমন খতিয়ে দেখতে হবে তেমনি কার উসকানিতে এ হামলা তাও আমরা জানতে হবেহাবুল বলেন, জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, জাতীয় পার্টি ফ্যাসিবাদের ওপর রুখে দাঁড়িয়েছে সেখানে আমাদের ওপর হামলার কারণ জানতেই হবে। সেই সঙ্গে প্রশাসনের কাছে দাবি মব জাস্টিসের নামে যা দেশে চলছে সেটা বন্ধ করা না হলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে তারা একজনকে মারধর করে আহত করে পুলিশ সদস্যদের কাছে দিয়েছেন। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এদিকে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সদরপুরে এমপিওভুক্তির দাবিতে বেসরকারি মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

বরিশালে জাতীয়পার্টির শান্তিপুন্য মিছিলে হামলা

আপডেট সময়: ০৩:২২:৫২ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

বরিশালে জাতীয় পার্টির (জাপা) বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় জাপা বরিশাল মহানগরের আহ্বায়ক ও জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অপরদিকে পাল্টা প্রতিরোধের সময় হামলাকারীদের একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন জাপার নেতাকর্মীরা।

শনিবার (৩১ মে) বিকেলে নগরের ফকিরবাড়ি রোড ও সদর রোডের সংযোগস্থলে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, জাতীয় পার্টির বরিশাল জেলা ও মহানগরের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে সদর রোডে ওঠার সময় পেছন থেকে ১০-১৫ জন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হলে, অন্য নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে পাল্টা হামলা চালায় হামলাকারীদের ওপর। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা ধাওয়া দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। তবে ওই সময় হামলাকারীদের একজন ফকিরবাড়ি রোডের একটি মার্কেটের ভেতরে আটকা পড়ে। এ সময় জাপার নেতাকর্মীরা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল বলেন, জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের বৃহস্পতিবার (২৯ মে) রংপুরে একটি পারিবারিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে টোকাই ও সন্ত্রাসী বাহিনী রাতের অন্ধকারে চেয়ারম্যান সাহেবের বাসভবন হামলা ও ভাঙচুর করে এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপরই কিছু সন্ত্রাসীকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে।

তিনি বলেন, আমরা রংপুরের ওই ঘটনার প্রতিবাদে সারা দেশে আজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়। তার ধারবাহিকতায় বরিশালে আমরা কর্মসূচি পালন বিকেলে শুরু করি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা নগরীর ফকিরবাড়ি কার্যালয় থেকে সদর রোডের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে কিছু টোকাই মার্কা সন্ত্রাসী বিনা উসকানিতে অহেতুক আমাদের ওপর লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাৎক্ষণিক আমাদের নেতাকর্মীরা তা প্রতিহত করে এবং ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে ধরে পুলিশে সোপর্দ করেন আমাদের নেতাকর্মীরা। তিনি কে এবং কোনো দলের সেটি যেমন খতিয়ে দেখতে হবে তেমনি কার উসকানিতে এ হামলা তাও আমরা জানতে হবেহাবুল বলেন, জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, জাতীয় পার্টি ফ্যাসিবাদের ওপর রুখে দাঁড়িয়েছে সেখানে আমাদের ওপর হামলার কারণ জানতেই হবে। সেই সঙ্গে প্রশাসনের কাছে দাবি মব জাস্টিসের নামে যা দেশে চলছে সেটা বন্ধ করা না হলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, হামলার ঘটনায় কাউকে আটক করা হয়নি। তবে তারা একজনকে মারধর করে আহত করে পুলিশ সদস্যদের কাছে দিয়েছেন। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।এদিকে অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা