১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

অলিতে গলিতে মিলছে ফেনসিডিলের খালি বোতল

দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদুল আযহা কে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা থানার সংলগ্ন স্থানীয় পুরাতন বাজারের কয়েকটি গলিতে গলিতে প্রায় নিয়মিত ভাবে দেখা মিলছে ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলের খালি বোতল। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, প্রায়ই বাজার গলি, ড্রেন ও রাস্তার পাশে ফেলে রাখা একাধিক নতুন নতুন খালি বোতল দেখা যায়। বোতলগুলোর গায়ে থাকা লেবেল দেখে ধারণা করা হচ্ছে সেগুলো ফেনসিডিল জাতীয় মাদক দ্রব্যের। অথচ এই গলিটি থানার মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত, যা প্রশাসনিক নজরদারির প্রশ্ন তোলে।

দোকানিরা বলেন, আমরা প্রতিদিনই দেখছি এসব বোতল। রাতে কে বা কারা এ সব সেবন করে বাজারের বিভিন্ন স্থানে ফেলে রেখে যায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে থানাই পাশে, সেখানে যদি এমন অবাধে মাদকদ্রব্যের ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ। মাদকের সহজলভ্যতা ও প্রশাসনিক দুর্বলতাই এই পরিস্থিতির জন্য দায়ী। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে অভিযান চালাতে শুরু করেছি এবং মাদকসেবীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

রাজশাহীর মোহনপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়

অলিতে গলিতে মিলছে ফেনসিডিলের খালি বোতল

আপডেট সময়: ০৭:১৮:৫২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদুল আযহা কে সামনে রেখে সক্রিয় হয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা থানার সংলগ্ন স্থানীয় পুরাতন বাজারের কয়েকটি গলিতে গলিতে প্রায় নিয়মিত ভাবে দেখা মিলছে ভারতীয় নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলের খালি বোতল। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, প্রায়ই বাজার গলি, ড্রেন ও রাস্তার পাশে ফেলে রাখা একাধিক নতুন নতুন খালি বোতল দেখা যায়। বোতলগুলোর গায়ে থাকা লেবেল দেখে ধারণা করা হচ্ছে সেগুলো ফেনসিডিল জাতীয় মাদক দ্রব্যের। অথচ এই গলিটি থানার মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত, যা প্রশাসনিক নজরদারির প্রশ্ন তোলে।

দোকানিরা বলেন, আমরা প্রতিদিনই দেখছি এসব বোতল। রাতে কে বা কারা এ সব সেবন করে বাজারের বিভিন্ন স্থানে ফেলে রেখে যায়।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, যেখানে থানাই পাশে, সেখানে যদি এমন অবাধে মাদকদ্রব্যের ব্যবহার হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ। মাদকের সহজলভ্যতা ও প্রশাসনিক দুর্বলতাই এই পরিস্থিতির জন্য দায়ী। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই বিষয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতোমধ্যে অভিযান চালাতে শুরু করেছি এবং মাদকসেবীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।