১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউকে জিয়া পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউকে জিয়া পরিষদের উদ্যোগে স্থানীয় শাহজালাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সম্পাদক কবি কাওছার মাহমুদের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাইয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জলিল খান, ইউকে জিয়া পরিষদের সিনিয়র সভাপতি প্রফেসর ইকবাল খান, সহ-সভাপতি মমিন ভূঁইয়া কাজল, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, রানা সাগর, সাইফুদ্দিন সাইফ, আওলাদ হোসেন অরুণ, শাহ সেলিম, কোষাধ্যক্ষ কাঞ্চন সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মাসুদুজ্জামান এবং দপ্তর সম্পাদক মোস্তাক মুহাম্মদ শাওন।

বক্তব্যে এম এ জলিল খান বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন নির্ভীক দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক। তাঁর ১৯ দফা কর্মসূচির ধারাবাহিকতা এখন তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় প্রতিফলিত হয়েছে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তিনি ডিসেম্বরের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

কবি কাওছার মাহমুদ বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নির্বাচন বিলম্বিত হলে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাবে, যা ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়াবে।

সহ-সভাপতি মমিন ভূঁইয়া কাজল বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

সভাপতি সাইফুল আলম চৌধুরী বলেন, দেশের কল্যাণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া জরুরি, নইলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউকে জিয়া পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময়: ০১:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ইউকে জিয়া পরিষদের উদ্যোগে স্থানীয় শাহজালাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে, সিনিয়র যুগ্ম সম্পাদক কবি কাওছার মাহমুদের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক আহসান উদ্দিন মানিক হাইয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জলিল খান, ইউকে জিয়া পরিষদের সিনিয়র সভাপতি প্রফেসর ইকবাল খান, সহ-সভাপতি মমিন ভূঁইয়া কাজল, ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, রানা সাগর, সাইফুদ্দিন সাইফ, আওলাদ হোসেন অরুণ, শাহ সেলিম, কোষাধ্যক্ষ কাঞ্চন সরকার, প্রচার সম্পাদক সাংবাদিক মাসুদুজ্জামান এবং দপ্তর সম্পাদক মোস্তাক মুহাম্মদ শাওন।

বক্তব্যে এম এ জলিল খান বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন নির্ভীক দেশপ্রেমিক ও সফল রাষ্ট্রনায়ক। তাঁর ১৯ দফা কর্মসূচির ধারাবাহিকতা এখন তারেক রহমানের ঘোষিত ৩১ দফায় প্রতিফলিত হয়েছে, যা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তিনি ডিসেম্বরের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

কবি কাওছার মাহমুদ বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। নির্বাচন বিলম্বিত হলে বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাবে, যা ডলার সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাড়াবে।

সহ-সভাপতি মমিন ভূঁইয়া কাজল বলেন, চতুর্মুখী ষড়যন্ত্র থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর।

সভাপতি সাইফুল আলম চৌধুরী বলেন, দেশের কল্যাণে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া জরুরি, নইলে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।