১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

জীবন ও দেশ রক্ষায় ছাত্রজীবন থেকেই মানবতার রাজনীতির ধারক হতে হবে- আল্লামা ইমাম হায়াত

চট্টগ্রাম প্রতিনিধিঃ

ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশন স্টুডেন্ট ফ্রন্ট (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট)– এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি সম্মেলন ১০জুন চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, “ধর্মের নামে একটি উগ্র, সাম্প্রদায়িক ও স্বৈরতান্ত্রিক রাজনীতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসমাজকে ইসলামের শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক মূলধারার বিপরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে উৎসাহিত করছে। এর ফলে একদিকে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ছাত্রসমাজ হিংস্র ও ধ্বংসাত্মক প্রবণতায় জড়িয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রবিরোধী একক গোষ্ঠীনির্ভর রাজনীতির ধারক কিছু রাজনৈতিক দল ছাত্রদের ব্যবহার করছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা একদিকে শিক্ষার পরিবেশকে, অন্যদিকে ছাত্রদের জীবনকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।”

সম্মেলনে সংগঠনের জেলা, মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

রাজশাহীর মোহনপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়

জীবন ও দেশ রক্ষায় ছাত্রজীবন থেকেই মানবতার রাজনীতির ধারক হতে হবে- আল্লামা ইমাম হায়াত

আপডেট সময়: ০৪:৪৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ

ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভল্যুশন স্টুডেন্ট ফ্রন্ট (বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট)– এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি সম্মেলন ১০জুন চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আল্লামা ইমাম হায়াত বলেন, “ধর্মের নামে একটি উগ্র, সাম্প্রদায়িক ও স্বৈরতান্ত্রিক রাজনীতি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসমাজকে ইসলামের শান্তিপূর্ণ, মানবিক ও গণতান্ত্রিক মূলধারার বিপরীতে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে উৎসাহিত করছে। এর ফলে একদিকে ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে ছাত্রসমাজ হিংস্র ও ধ্বংসাত্মক প্রবণতায় জড়িয়ে পড়ছে।”

তিনি আরও বলেন, “মানবিক মূল্যবোধ ও গণতন্ত্রবিরোধী একক গোষ্ঠীনির্ভর রাজনীতির ধারক কিছু রাজনৈতিক দল ছাত্রদের ব্যবহার করছে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে। শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির শাখা একদিকে শিক্ষার পরিবেশকে, অন্যদিকে ছাত্রদের জীবনকেই ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।”

সম্মেলনে সংগঠনের জেলা, মহানগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।