১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

রাজশাহীর নন্দনগাছি স্টেশনে অবরোধের কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১১ জুন) সকাল পৌনে ৯টায় সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। সাগরদাড়ি এক্সপ্রেস চলাচলের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।

সকাল সাড়ে ৬টার দিকে স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলনকারীরা সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন। এতে রাজশাহীর বিভিন্ন স্টেশনে বনলতা, মধুমতি, সিল্কসিটি ও মহানন্দ এক্সপ্রেসসহ চারটি ট্রেন আটকে পড়ে।

আন্দোলনকারীরা জানান, সিল্কসিটি, বরেন্দ্র, ঢালার চর ও সাগরদাড়ি এক্সপ্রেসের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কার তাদের দীর্ঘদিনের দাবি।

ঘটনাস্থলে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, “দাবিগুলো নিয়ে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবো। যাত্রীদের কষ্টের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে।”

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার জানান, “আন্দোলনকারীদের দাবিগুলো শুনে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ ক্যাম্পেইন 

আড়াই ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

আপডেট সময়: ০৪:৫৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

রাজশাহীর নন্দনগাছি স্টেশনে অবরোধের কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (১১ জুন) সকাল পৌনে ৯টায় সারা দেশের সঙ্গে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। সাগরদাড়ি এক্সপ্রেস চলাচলের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।

সকাল সাড়ে ৬টার দিকে স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলনকারীরা সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন। এতে রাজশাহীর বিভিন্ন স্টেশনে বনলতা, মধুমতি, সিল্কসিটি ও মহানন্দ এক্সপ্রেসসহ চারটি ট্রেন আটকে পড়ে।

আন্দোলনকারীরা জানান, সিল্কসিটি, বরেন্দ্র, ঢালার চর ও সাগরদাড়ি এক্সপ্রেসের যাত্রাবিরতি ও স্টেশন সংস্কার তাদের দীর্ঘদিনের দাবি।

ঘটনাস্থলে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, “দাবিগুলো নিয়ে আমরা রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবো। যাত্রীদের কষ্টের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নেওয়া হয়েছে।”

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার জানান, “আন্দোলনকারীদের দাবিগুলো শুনে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।”