আপডেট সময়:
০৮:০১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
177
সদরপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২, ওয়ারেন্টভুক্ত ১
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। একইসাথে ওয়ারেন্টভুক্ত আরও একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কদম শিকদারের ডাঙ্গী গ্রামের আউয়াল বেপারী (৪০) ও নয়ন মিয়া (২২)। শুক্রবার (২১ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনিকোঠা বাজারের মুরাদের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একইসঙ্গে এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “সদরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের মনিকোঠা বাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ। একইসাথে ওয়ারেন্টভুক্ত আরও একজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন কদম শিকদারের ডাঙ্গী গ্রামের আউয়াল বেপারী (৪০) ও নয়ন মিয়া (২২)। শুক্রবার (২১ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মনিকোঠা বাজারের মুরাদের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হাসান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। একইসঙ্গে এক ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট তিনজনকে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, “সদরপুরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”