বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সদরপুর উপজেলা শাখার ত্রি-বাষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে এক জমকালো ও সুশৃঙ্খল পরিবেশে। রবিবার (৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় সদরপুর রাজিয়া সিনেমা হলের ৩য় তলায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান (বাবুল)। তিনি বলেন, "দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ওলামা সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নৈতিকতা ও আদর্শিক ভিত্তিতে রাজনীতিকে শক্তিশালী করতেই ওলামা দল কাজ করছে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ে ওলামা সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা মোঃ দিলওয়ার হোসাইন (জিলু)। তিনি তার বক্তব্যে বলেন, "ত্রি-বাষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করে তোলা হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মোঃ সিরাজুল ইসলাম।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন,সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কেএম আবু সাঈদ, মোঃ রফিকুল ইসলাম ফকির, কাজী আব্দুল হান্নান, মাওলানা আবু হানিফ নোমান, মাওলানা মোকাদ্দেস, মাওলানা রুহুল আমিন মোল্লা, ক্বারী আক্কাস আলী, মাওলানা এমদাদুল হক।
সম্মেলন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির নাম ঘোষণা করা হয় কমিটিতে মাওলানা আবু হানিফ নোমান কে সভাপতি, কাজী আব্দুল হান্নান কে সাধারণ সম্পাদক, মোঃ রফিকুল ইসলাম ফকির কে সিনিয়র সহ-সভাপতি ও মাওলানা রুহুল আমিন মোল্লা কে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। এবং সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।