দিনাজপুরের ঘোড়াঘাটে একই রাতে দুই বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
সোমবার (১৪ জুলাই ) দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকায় প্রভাষক মো. হুমায়ন কবির ও মো. আব্দুল বারীর বাড়িতে চাঞ্চল্যকর দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি ঘটেছে।
ডাকাতরা ডাকাতির ঘটনা দুটি একই সময়ে ঘটিয়েছে। ১৫-১৬ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র সহ দুই দলে বিভক্ত হয়ে প্রথমে আব্দুল বারীর ঘরের জানালার গ্রিল কেটে ৭/৮ জন ডাকাত ভিতরে প্রবেশ করে। আব্দুল বারী ও তার স্ত্রী শারমীন আক্তার হাসিনার হাতমুখ বেথে আলমারীর তালা ভেঙ্গে আলমারিতে রাখা অনুমান ৬ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালকার নগদ ১০ হাজার টাকা। যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। ডাকাতরা লুট করে নেয়।
অপর দিকে একই সময়ে প্রভাষক মো. হুমায়ন কবিরের ঘরের জানালার গ্রিল কেটে অনুরুপ ৭/৮ জন ডাকাত ঘরের ভিতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর হাতমুখ বেধে রেখে ৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গেছে।
এলাকাবাসীরা অভিযোগ করে জানান, দক্ষিণ দেবীপুর, নুরপুর ও রাণীগঞ্জ বাজারের আশেপাশের এলাকায় সম্প্রতি মাদক, জুয়া ও ক্যাসিনো আসক্তি বেড়ে যাওয়ায় এরকম অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে যুব সমাজের বিপথগামীতাই এমন ঘটনার পেছনে অন্যতম কারণ বলে তারা মনে করেন।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার দক্ষিণ দেবীপুর এলাকায় প্রভাষক মো. হুমায়ন কবির ও মো. আব্দুল বারীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে করে নিয়ে গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।