আপডেট সময়:
১২:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
163
সদরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমানের অনুদান প্রদান।
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতাঃ ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের মফিজ উদ্দিন হাজীর কান্দি গ্রামের শেখ রাজেকের বসতবাড়িটি গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটি চরম মানবেতর অবস্থায় দিন পার করছিল। খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান। তিনি তার দলের নেতাকর্মীদের মাধ্যমে শেখ রাজেকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, সদরপুর উপজেলা শাখা, মুফতী মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক, মুফতী আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, প্রচার সম্পাদক, মোল্লা রফিক, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাওলানা রইসুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, সদরপুর উপজেলা শাখা, মাস্টার আলী আক্কাস, সাংগঠনিক সম্পাদক, যুব মজলিস, মাওলানা ইদ্রিস, সভাপতি, চরনাছিরপুর ইউনিয়ন, মোঃ আব্দুর রহিম, প্রচার সম্পাদক, চরমোনাই ইউনিয়ন। এ সময় নেতারা বলেন, "মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সবসময় অসহায় মানুষের পাশে ছিলাম এবং থাকব। মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।"
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের মফিজ উদ্দিন হাজীর কান্দি গ্রামের শেখ রাজেকের বসতবাড়িটি গত ২৬ মার্চ সকাল ১১টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডে পরিবারটি চরম মানবেতর অবস্থায় দিন পার করছিল।
খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান। তিনি তার দলের নেতাকর্মীদের মাধ্যমে শেখ রাজেকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, সদরপুর উপজেলা শাখা, মুফতী মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক, মুফতী আরাফাত হোসেন, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, প্রচার সম্পাদক, মোল্লা রফিক, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাওলানা রইসুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস, সদরপুর উপজেলা শাখা, মাস্টার আলী আক্কাস, সাংগঠনিক সম্পাদক, যুব মজলিস, মাওলানা ইদ্রিস, সভাপতি, চরনাছিরপুর ইউনিয়ন,
মোঃ আব্দুর রহিম, প্রচার সম্পাদক, চরমোনাই ইউনিয়ন।
এ সময় নেতারা বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সবসময় অসহায় মানুষের পাশে ছিলাম এবং থাকব। মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”