আপডেট সময়:
০৬:০৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
166
শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সদরপুরে ছাত্রদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) উপজেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৯ জুলাই বাদ জোহর, জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ জাওয়াদ, উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরব, তুষার মাহমুদ, মশিউর রহমান মিঠু, বিপ্লব বেপারী, বিএম এনামুল হোসেন বিজয়, কলেজ ছাত্রদলের সভাপতি সামিম শিকদার ও সাধারণ সম্পাদক হাসান সরদার। অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) উপজেলা ও সরকারি কলেজ শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৯ জুলাই বাদ জোহর, জুলাই-আগস্ট মাসে শহীদ হওয়া সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ জাওয়াদ, উপজেলা ছাত্রদল নেতা নজরুল কবির নিরব, তুষার মাহমুদ, মশিউর রহমান মিঠু, বিপ্লব বেপারী, বিএম এনামুল হোসেন বিজয়, কলেজ ছাত্রদলের সভাপতি সামিম শিকদার ও সাধারণ সম্পাদক হাসান সরদার।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।