গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।
নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবারসহ গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে তুহিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গাজীপুর চৌরাস্তার এলোমেলো রাস্তা পারাপারের একটি দৃশ্য তুলে ধরে লিখেন: "যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা।" ভিডিওটি পোস্ট করার পর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন।
এ সময় হঠাৎ কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে, গলা কেটে পালিয়ে যায়। উপস্থিত পথচারীদের সামনেই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তুহিনের মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, “ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে কোনো ক্লু পাওয়া যায়নি।”
তুহিন হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।