সজল হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও অর্ধ শতাধিক নেতাকর্মীদের উপর সেনাবাহিনী ও পুলিশের হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩০ আগস্ট) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল বের করা হয়। মিছিলে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদসহ বিভিন্ন উপজেলা ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী অংশ নেন।
মিছিল থেকে নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, দেশের জনপ্রিয় ছাত্রনেতা ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার ওপর এ হামলা গণতন্ত্রকামী মানুষের কণ্ঠ রুদ্ধ করার ষড়যন্ত্র। অবিলম্বে এ ঘটনার দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, সহ-সভাপতি রুবেল শেখ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফিরোজ শেখ, সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান, সহ-দপ্তর সম্পাদক সুমন ইসলাম নিরব, ভাঙ্গা উপজেলা আহ্বায়ক মোঃ আনিসুর রহমান, সদস্য সচিব মোঃ আতিকুল্লাহ হেলাল, বোয়ালমারী উপজেলা সভাপতি বাবুল শরীফ, সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নগরকান্দা শাখার সদস্য সচিব নাহিদ ইসলাম, সদরপুর উপজেলা আহবায়ক আসাদুজ্জামান তুষার, ছাত্র অধিকার পরিষদ,ফরিদপুর জেলার সাবেক প্রচার সম্পাদক হৃদয় আহমেদ,যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসাইন বিপুল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী এবং ছাত্র অধিকার পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হৃদয় আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা ঘোষণা দেন, নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।