আপডেট সময়:
০৫:৫১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
120
ফরিদপুরের সদরপুরে জিওপি সভাপতি ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
সজল হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জিওপি কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান হাওলাদারের তত্ত্বাবধানে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় সদরপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর বাস স্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়। এসময় ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান বলেন “গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার জন্যই এ হামলা চালানো হয়েছে।” অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না। প্রয়োজনে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরশাদ খাঁন, সদস্য সচিব কাউসার আহমেদ খাঁন, কাউসার আহমেদ,আশিকুল ইসলাম রনি, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সমন্বয়ক জনি বিশ্বাস, সহ-সাংগঠনিক আজিম মাতুব্বর, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের ও সদরপুর উপজেলা যুব অধিকার পরিষদের নেতা...
সজল হাওলাদার, বিশেষ প্রতিনিধিঃ
গণঅধিকার পরিষদ (জিওপি) এর সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে জিওপি কেন্দ্রীয় সদস্য মনিরুজ্জামান হাওলাদারের তত্ত্বাবধানে ফরিদপুরের সদরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় সদরপুর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুর বাস স্ট্যান্ড মোড়ে এসে শেষ হয়। এসময় ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-অর্থ সম্পাদক শেখ জাহিদ হাসান বলেন “গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও নেতাকর্মীদের উপর হামলা গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রের অংশ। জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে দমন করার জন্যই এ হামলা চালানো হয়েছে।” অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে জাতীয় পার্টিকে নিষিদ্ধ এবং জিএম কাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই কোনো হামলা বা দমন-পীড়নে থামানো যাবে না। প্রয়োজনে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এসময় আরও উপস্থিত ছিলেন
সদরপুর উপজেলা যুগ্ম আহবায়ক মোহাম্মদ এরশাদ খাঁন, সদস্য সচিব কাউসার আহমেদ খাঁন, কাউসার আহমেদ,আশিকুল ইসলাম রনি, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ও সাবেক সমন্বয়ক জনি বিশ্বাস, সহ-সাংগঠনিক আজিম মাতুব্বর, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের ও সদরপুর উপজেলা যুব অধিকার পরিষদের নেতা রনি ইসলাম বাবু বেপারী, সাব্বির রহমান শান্তসহ অনেকে।