
নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদীতে সাংবাদিক তালাত মাহামুদ আওয়ামী দোসর হিসেবে পরিচিত কয়েকজন সাংবাদিকের প্রতিহিংসার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানা যায়, সম্প্রতি জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় “নরসিংদী প্রেসক্লাবের বহিষ্কৃত দুই সাংবাদিক আওয়াল ও সজল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই সূত্র ধরে বহিষ্কৃত সাংবাদিক আওয়ালের ছেলে খায়রুল প্রথমে তালাত মাহামুদকে মোবাইল ফোনে হত্যার হুমকি ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে।
এরপর রাত ৮-৯টার দিকে খায়রুল ও বুলবুলসহ ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি তালাত মাহামুদের টাওয়াদি এলাকার বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার ছেলে মনির হোসেনকে চাপাতি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় তালাত মাহামুদ বাদী হয়ে ১২ মে ২০২৫ ইং তারিখে নরসিংদী মডেল থানায় মামলা (নং-১৮) দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
এদিকে ঘটনার সূত্র ধরে পূর্বপরিকল্পিতভাবে তালাত মাহামুদের বিরুদ্ধে চক্রান্ত করে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। তিনি অভিযোগ করেন, “আমি যখন আমার প্রতিভা বিকাশের মাধ্যমে এগিয়ে যাচ্ছি, তখনই কিছু স্বার্থান্বেষী মহল প্রতিহিংসার কারণে আমাকে টার্গেট করছে। আওয়ামী দোসর সাংবাদিক হৃদয়, মতি, খায়রুল ও মাঈনউদ্দিন পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলামের উপস্থিতিতে উভয় পক্ষের ঘটনার সত্যতা যাচাই করে আপোস-মীমাংসার চেষ্টা করা হলেও, প্রতিহিংসাপরায়ণ মহল বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে ভিডিও পোস্ট করে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তালাত মাহামুদ।
তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।