০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার, পলাতক সহযোগী

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ১৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক (৩৬), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন কামদিয়া গামী পাকা রাস্তায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো, পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে রফিক হোসেন।

তার কাছ থেকে ১৮ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রতিটি ২০০ টাকা করে মোট ৩ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানায়, এ ঘটনায় রফিকের সহযোগী রাকিব মিয়া (২১), পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পলাতক রাকিব মিয়া পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “অভিযানে আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শিবচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত স্কুলছাত্র, হাসপাতালে দুই আরোহী

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার, পলাতক সহযোগী

আপডেট সময়: ১১:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের অভিযানে ১৮ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রফিক (৩৬), নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার এক সহযোগী পালিয়ে যায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসস্ট্যান্ড সংলগ্ন কামদিয়া গামী পাকা রাস্তায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলো, পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে রফিক হোসেন।

তার কাছ থেকে ১৮ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রতিটি ২০০ টাকা করে মোট ৩ হাজার ৬০০ টাকা।

পুলিশ জানায়, এ ঘটনায় রফিকের সহযোগী রাকিব মিয়া (২১), পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পলাতক রাকিব মিয়া পৌরসভার দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত মজিবর মিয়ার ছেলে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “অভিযানে আটক আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”