
বিশেষ প্রতিনিধি, শেরপুর
দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের আয়োজনে এবং শেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৫) শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
গণশুনানিতে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শোনা হয় এবং কিছু মামলার নিষ্পত্তিও করা হয়। এতে জেলা প্রশাসন ও স্থানীয় গণমানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।