শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের জন্য সরকার প্রদত্ত সুদমুক্ত ঋণ সময়মতো ফেরত না দিলে শিল্পকারখানার মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিজিএমইএ, ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
ড. সাখাওয়াত হোসেন জানান, শ্রম অসন্তোষ নিরসনে সরকার ইতোমধ্যে বার্ডস গ্রুপ, টিএনজেড গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, ডার্ড গ্রুপ, নায়াগ্রা টেক্সটাইলস, রোয়ার ফ্যাশন, মাহমুদ জিন্স, স্টাইল ক্রাফট ও গোল্ডস্টার গার্মেন্টসকে সুদমুক্ত ঋণ দিয়েছে। কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ করছে না।
তিনি বলেন, “এই ঋণের টাকা শ্রমিকদের অধিকার ও জনগণের ট্যাক্সের টাকা। ডিসেম্বর মাসের মধ্যে তা পরিশোধ করতেই হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”
উপদেষ্টা জানান, পলাতক মালিকদের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের পাসপোর্ট জব্দের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রয়োজনে কারখানা, জমি বা যন্ত্রপাতি বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে।
তিনি বিজিএমইএ ও বিকেএমইএ-কে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।