
শেরপুর জেলায় স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেরপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন শেরপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আমিনুল ইসলাম। লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৯ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে ১৭ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। এছাড়া আরও ৪ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা তাৎক্ষণিক আবেগাপ্লুত হয়ে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম উত্তীর্ণদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “শতভাগ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে যারা নিয়োগ পেয়েছেন, তারা প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবায় নিজেদের উৎসর্গ করবেন বলে আমি বিশ্বাস করি।”
এ সময় টিআরসি নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) মোঃ সোহরোয়ার্দী হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।
উল্লেখ্য, শেরপুর জেলার ১৯টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১,৮৭৮ জন প্রার্থী প্রাথমিকভাবে অংশগ্রহণ করেন। শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই শেষে ২৭৩ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৭ জনের মধ্যে থেকে মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে ১৯ জন নির্বাচিত হয়েছেন।