পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই— এ লক্ষ্যকে সামনে রেখে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের পাশে কৃষ্ণচূড়া ও জারুলসহ ১ শত গাছের চারা রোপণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পাঠশালা ও পখিরা মাদকবিরোধী আন্দোলন। শনিবার দিনব্যাপী সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, প্রায় চার মাস আগে মাদারীপুরের শিড়খাড়া ইউনিয়নের আলমমীরের কান্দি এলাকায় ‘শিরক’ আখ্যা দিয়ে একটি শতবর্ষী বটগাছ কেটে ফেলার ঘটনা জেলায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এরই প্রতিবাদে আলোর পাঠশালা নামের এই সামাজিক সংগঠনটি ২৪ শতাধিক চারা রোপণের কর্মসূচি গ্রহণ করে। ইতোমধ্যে প্রায় দুই হাজার গাছ রোপণ সম্পন্ন করেছে তারা।
কর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাইফ বলেন,
"শিড়খাড়া এলাকায় শতবর্ষী বটগাছ কাটাকে কেন্দ্র করে আমাদের অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তখন আমরা প্রতিজ্ঞা করি, মাদারীপুরজুড়ে অন্তত এক হাজার কৃষ্ণচূড়া গাছ রোপণ করব। আলহামদুলিল্লাহ, আজ আমরা চব্বিশ শতাধিক গাছ রোপণের পথে রয়েছি। আমাদের চূড়ান্ত লক্ষ্য এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া। পাশাপাশি আমরা চাই, যুবসমাজ মাদক থেকে দূরে থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসুক।"
এ সময় উপস্থিত ছিলেন আলোর পাঠশালা-এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাইফ, পাশে আছি মাদারীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া, পখিরা মাদকবিরোধী আন্দোলন-এর সহ-সভাপতি দাদন হোসেন, স্বেচ্ছাসেবী ফখরুদ্দিন রাজীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।