০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

জগন্নাথপুরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ কর্মসূচি চালু রয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ স্বল্প মূল্যে খাদ্যশস্য কিনতে পারছেন, যাতে কোনো অসহায় মানুষ আর খাদ্য কষ্টে না পড়েন।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং খাদ্য বিভাগ জগন্নাথপুর উপজেলার আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চাল বিতরণ কার্যক্রম চলে। এ সময় ডিলার মোঃ আবু সুফিয়ান তালুকদার হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করেন।

সুবিধাভোগীরা জানান, তারা ১৫ টাকা কেজি দরে প্রতিজন ৩০ কেজি করে চাল ক্রয় করতে পেরেছেন। এতে তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণের জন্য ডিলারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

ডিলার মোঃ আবু সুফিয়ান তালুকদার বলেন, “এই কর্মসূচি চলমান থাকায় ধাপে ধাপে সব উপকারভোগী পরিবার তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে পারবেন।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

শিবচরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত স্কুলছাত্র, হাসপাতালে দুই আরোহী

জগন্নাথপুরে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ

আপডেট সময়: ০৫:০৫:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এ কর্মসূচি চালু রয়েছে। ফলে নিম্ন আয়ের মানুষ স্বল্প মূল্যে খাদ্যশস্য কিনতে পারছেন, যাতে কোনো অসহায় মানুষ আর খাদ্য কষ্টে না পড়েন।

খাদ্য অধিদপ্তরের উদ্যোগে এবং খাদ্য বিভাগ জগন্নাথপুর উপজেলার আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে চাল বিতরণ কার্যক্রম চলে। এ সময় ডিলার মোঃ আবু সুফিয়ান তালুকদার হতদরিদ্রদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ করেন।

সুবিধাভোগীরা জানান, তারা ১৫ টাকা কেজি দরে প্রতিজন ৩০ কেজি করে চাল ক্রয় করতে পেরেছেন। এতে তারা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে চাল বিতরণের জন্য ডিলারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

ডিলার মোঃ আবু সুফিয়ান তালুকদার বলেন, “এই কর্মসূচি চলমান থাকায় ধাপে ধাপে সব উপকারভোগী পরিবার তাদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে পারবেন।”