
“মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী।”
“শনিবার সন্ধ্যা সাতটার দিকে শিবচরের উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম মোঃ রাকিবুল ইসলাম, বয়স মাত্র আট বছর। সে উমেদপুর ইউনিয়নের ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।”
“এলাকাবাসী জানায়, রাকিব বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে রাকিবসহ মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরুতর আহত হয়।”
“স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত সোহেল ও রবিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
“এ বিষয়ে শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, তারা দুর্ঘটনার খবর খোঁজ নিচ্ছেন।”
“মাত্র আট বছরের স্কুলছাত্র রাকিবুল ইসলামের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।”