০২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের হাতে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মনির হোসেন এ দাবি তুলে ধরেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে।

মনির হোসেন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আমরা কমিশনকে বেশ কিছু সুপারিশ দিয়েছি, যা কমিশন ইতিমধ্যে আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কেও কমিশনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে সংগঠনটি তিনটি মূল দাবি উপস্থাপন করে: রিটার্নিং অফিসারের দায়িত্ব ইসি কর্মকর্তাদের হাতে দেওয়া। পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পুনরায় নির্বাচন কমিশনের অধীনে আনা।

এ ছাড়া নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কমিশনকে নানান পরামর্শও প্রদান করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মোহাম্মদ মতিয়ুর রহমান এবং উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

যশোর ডিসি’কে৮ দফা দাবিতে ভৈরব নদ নদী সংস্কার আন্দোলনের স্মারকলিপি

সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা

আপডেট সময়: ০৩:২২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের হাতে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মনির হোসেন এ দাবি তুলে ধরেন।

তিনি জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আগামী ২৭ সেপ্টেম্বর নির্বাচন ভবনে সারাদেশের নির্বাচন কর্মকর্তাদের নিয়ে সম্মেলনের আয়োজন করা হবে।

মনির হোসেন বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আমরা কমিশনকে বেশ কিছু সুপারিশ দিয়েছি, যা কমিশন ইতিমধ্যে আমলে নিয়েছে। নির্বাচন ব্যবস্থার সংস্কার সম্পর্কেও কমিশনের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে সংগঠনটি তিনটি মূল দাবি উপস্থাপন করে: রিটার্নিং অফিসারের দায়িত্ব ইসি কর্মকর্তাদের হাতে দেওয়া। পদ সৃজন, আপগ্রেডেশন এবং প্রয়োজনীয় লজিস্টিকসহ প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদনে কার্যকর পদক্ষেপ গ্রহণ। জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পুনরায় নির্বাচন কমিশনের অধীনে আনা।

এ ছাড়া নির্বাচন ব্যবস্থার উন্নয়নে কমিশনকে নানান পরামর্শও প্রদান করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সদস্যসচিব মোহাম্মদ মতিয়ুর রহমান এবং উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আশফাকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।