সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল উপস্বাস্থ্য স্বাস্থ্য সেবার মানোন্নয়নে কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়ার উপস্থিতিতে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) কামারখাল গ্রামবাসীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে বক্তব্য রাখেন, উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার ডা. শহিদুল্লা কাওসার, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া, ১নং ওয়ার্ডের মেম্বার কামরুজ্জামান, ২নং ওয়ার্ড সদস্য মাহবুবুল আলম মোহন, ৫ নং ওয়ার্ড সদস্য মসিক মিয়া, কামারখাল গ্রামের বাসিন্দা আব্দুল মালিক, আলী আহমদ, যুবরাজ মিয়া, ইজাজুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রে ডেলিভারির জন্য কোন টাকা লাগবেনা। গরীর অসহায় মা বোনদের ডেলিভারি চিকিৎসার জন্য এ স্বাস্থ্য কেন্দ্র ২৪ ঘন্টা চালু থাকবে। যে কেউ এসে এখানে কাঙ্খিত চিকিৎসা সেবা পাবে।
জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী কামারখাল গ্রামের সচেতন মহল কামারখাল উপস্বাস্থ্য কেন্দ্রের চিত্র পাল্টে দিলেন। এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যথাযথ সেবা পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী। তবে রয়েছে জনবল সংকটও।উপসহকারী মেডিকেল অফিসার শহিদুল্লা কাওসার ডেলিভারি সংক্রান্ত সেবা প্রদানের জন্য বারবার কামারখাল গ্রামবাসীকে নিয়ে আলোচনা করতেছেন। যেখানে ২৪ ঘন্টায় ডেলিভারি রোগীরা বিনা খরছে যে কোন সেবা নিতে পারেন এবং মিডওয়াইফ সুমা বেগম আন্তরিকতার সাথে এ উপস্বাস্থ্য কেন্দ্রে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।এছাড়াও অন্যান্য আরও যা সমস্যা রয়েছে তা দ্রুত সমাধানের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ২০০৮ সাল থেকে বিনা বেতনে নিঃসার্থ ভাবে ফার্মাসিস্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন কামারখাল গ্রামের মাওলানা জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছুবা মিয়া, কামারখাল গ্রামের ইউনুস মিয়া, আব্দুস সোবহান, নুহেল আহমদ, শামীম আহমদ, কাপ্তান মিয়া, সুজাত মিয়া, মিজানুর রহমান, কামরুজ্জামান, আরশ আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপকরাজ বৈদ্য, মিডওয়াইফ সুমা বেগমসহ গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।