১১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শেরপুরে তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. আজিজুল হক (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া (৩৭) অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামী নাজমুল হক (৩০)’র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গেই চলাফেরা করতেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়ীতে যেতে বলে। রাত সাড়ে ৯টার দিকে তাদের কথামত নাজমুল হকের বাড়িতে গেলে পূর্বের টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্ত নাজমুল হক তার ঘরে থাকা ধারালো দা দিয়ে তুলা মিয়ার মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে শ্বাসনালী কেটে হত্যা নিশ্চিত করে। গুরুতর অবস্থায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ-২৫আগস্ট ২০২৫) দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-১৪ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল আজিজুল হকের অবস্থান নিশ্চিত করে। পরে র‌্যাব-১, সিপিসি-২, উত্তরার সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা উত্তরার মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আজিজুল হককে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সুষ্ঠু নির্বাচনের জন্য রিটার্নিং অফিসারের দায়িত্ব চান ইসির নিজস্ব কর্মকর্তারা

শেরপুরে তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট সময়: ০২:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বহুল আলোচিত তুলা মিয়া হত্যা মামলার প্রধান আসামী মো. আজিজুল হক (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুরে তাকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত তুলা মিয়া (৩৭) অভিযুক্ত আজিজুল হক (৩৫) ও অপর আসামী নাজমুল হক (৩০)’র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তারা একসঙ্গেই চলাফেরা করতেন। গত ২৪ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা তুলা মিয়াকে ফোনে নাজমুলের বাড়ীতে যেতে বলে। রাত সাড়ে ৯টার দিকে তাদের কথামত নাজমুল হকের বাড়িতে গেলে পূর্বের টাকা-পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে অভিযুক্ত নাজমুল হক তার ঘরে থাকা ধারালো দা দিয়ে তুলা মিয়ার মাথায় কোপসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে শ্বাসনালী কেটে হত্যা নিশ্চিত করে। গুরুতর অবস্থায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পিতা নুরুল হক (৬৫) বাদী হয়ে নালিতাবাড়ী থানায় হত্যা মামলা (মামলা নং-৩০, তারিখ-২৫আগস্ট ২০২৫) দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-১৪ আসামীদের গ্রেফতারে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের আভিযানিক দল আজিজুল হকের অবস্থান নিশ্চিত করে। পরে র‌্যাব-১, সিপিসি-২, উত্তরার সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা উত্তরার মাসকট প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী আজিজুল হককে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।