০১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

সদরপুরে রাস্তার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ, বিএনপি নেতার রোষানলে সাংবাদিকরা 

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ব্যাপারীডাঙ্গী গ্রামে সরকারি রাস্তার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ইদ্রিস খাঁ নামের এক ব্যক্তি। তিনি মৃত লাল খাঁর ছেলে এবং বিএনপি নেতা বাবুলের ছত্রছায়ায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাস্তার পাশের নাল জমি ইদ্রিস খাঁ ক্রয় করেছেন বলে দাবি করছেন। তবে স্থানীয়রা জানান, ওই জমি সরকারি রাস্তার অংশ এবং সেখানে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জায়গাটি দখল করে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছেন।

ঘটনার সত্যতা যাচাই করতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা বাবুলের রোষানলে পড়েন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার জমি দখল হয়ে গেলে চলাচলে গুরুতর সমস্যা তৈরি হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “সরকারি রাস্তা বা খাস জমি কোনোভাবেই ব্যক্তিগতভাবে দখল করা বা সেখানে স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছি। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং যদি কেউ সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট।”

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

সাতক্ষীরা সদর কুশখালী ইউনিয়নে সাতানীতে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত।

সদরপুরে রাস্তার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ, বিএনপি নেতার রোষানলে সাংবাদিকরা 

আপডেট সময়: ০৩:৪৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ব্যাপারীডাঙ্গী গ্রামে সরকারি রাস্তার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ইদ্রিস খাঁ নামের এক ব্যক্তি। তিনি মৃত লাল খাঁর ছেলে এবং বিএনপি নেতা বাবুলের ছত্রছায়ায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাস্তার পাশের নাল জমি ইদ্রিস খাঁ ক্রয় করেছেন বলে দাবি করছেন। তবে স্থানীয়রা জানান, ওই জমি সরকারি রাস্তার অংশ এবং সেখানে কোনো ধরনের স্থায়ী স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি জায়গাটি দখল করে স্থাপনা নির্মাণ চালিয়ে যাচ্ছেন।

ঘটনার সত্যতা যাচাই করতে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিএনপি নেতা বাবুলের রোষানলে পড়েন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার জমি দখল হয়ে গেলে চলাচলে গুরুতর সমস্যা তৈরি হবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, সরকারি সম্পত্তি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, “সরকারি রাস্তা বা খাস জমি কোনোভাবেই ব্যক্তিগতভাবে দখল করা বা সেখানে স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমার নজরে আসার সঙ্গে সঙ্গেই আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছি। খুব শিগগিরই ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং যদি কেউ সরকারি সম্পত্তি দখলের সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পত্তি রক্ষা ও সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট।”