১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

গাজীপুর সাফারি পার্কে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদী উপজেলা কমিটির আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুর সাফারি পার্কে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার সভাপতি মোঃ আল-আমিন মিয়ার নেতৃত্বে কমিটির সকল সদস্য এই কর্মসূচিতে অংশ নেন। তারা পার্কের বিভিন্ন মনোরম স্থান ঘুরে দেখেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

ভ্রমণকালীন সময়ে টুরিস্ট পুলিশ গাজীপুরের কনস্টেবল মোঃ সেলিম মোল্লাসহ উপস্থিত পুলিশ সদস্যরা বিশেষ সহযোগিতা প্রদান করেন। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কমিটির সদস্যদের বিভিন্ন রাইড পরিদর্শনে সহায়তা করেন। সংস্থার পক্ষ থেকে প্রশাসন ও কনস্টেবল মোঃ সেলিম মোল্লাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সদস্যরা মতবিনিময় করেন। সভায় সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে সকল সদস্য নিরলসভাবে কাজ করবেন।

সভার সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়— মানবতার কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

গাজীপুর সাফারি পার্কে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদী উপজেলা কমিটির আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়: ০৯:০৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মনোহরদী উপজেলা কমিটির উদ্যোগে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর ২০২৫) গাজীপুর সাফারি পার্কে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার সভাপতি মোঃ আল-আমিন মিয়ার নেতৃত্বে কমিটির সকল সদস্য এই কর্মসূচিতে অংশ নেন। তারা পার্কের বিভিন্ন মনোরম স্থান ঘুরে দেখেন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

ভ্রমণকালীন সময়ে টুরিস্ট পুলিশ গাজীপুরের কনস্টেবল মোঃ সেলিম মোল্লাসহ উপস্থিত পুলিশ সদস্যরা বিশেষ সহযোগিতা প্রদান করেন। তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কমিটির সদস্যদের বিভিন্ন রাইড পরিদর্শনে সহায়তা করেন। সংস্থার পক্ষ থেকে প্রশাসন ও কনস্টেবল মোঃ সেলিম মোল্লাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সদস্যরা মতবিনিময় করেন। সভায় সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং রাষ্ট্রের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে সকল সদস্য নিরলসভাবে কাজ করবেন।

সভার সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্তে বলা হয়— মানবতার কল্যাণে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন।