০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

নরসিংদী রায়পুরায় মুদি দোকানদার মানিক মিয়া হত্যায় জড়িত দুইজন গ্রেফতার

নরসিংদীর রায়পুরায় আলোচিত মুদি দোকানদার মানিক মিয়া (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রায়পুরা থানাধীন উত্তর বাখর নগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মুদি দোকানদার মানিক মিয়া। ঘটনার পর নরসিংদী জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন—

১। রমিজ উদ্দিন ওরফে রমু (২৬), পিতা-মো. আলী হোসেন, সাং-চরধুকুন্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।

২। সুজন মিয়া (২৭), পিতা-মৃত আসাদ মিয়া, সাং-উত্তর বাখারনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।

এর মধ্যে রমিজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।

চলতি সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলায় পৃথক ৫টি ঘটনায় মোট ৭ জন খুন হয়েছেন। এর মধ্যে পারিবারিক দ্বন্দ্বে ৩ জন, ব্যবসায়িক দ্বন্দ্বে ১ জন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ জন নিহত হন। এসব ঘটনায় মোট ৬টি মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, রুজুকৃত সকল হত্যামামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। অবশিষ্ট আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

তথ্য সংরক্ষণ করুন

জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

নরসিংদী রায়পুরায় মুদি দোকানদার মানিক মিয়া হত্যায় জড়িত দুইজন গ্রেফতার

আপডেট সময়: ০৮:০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদীর রায়পুরায় আলোচিত মুদি দোকানদার মানিক মিয়া (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ।

গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রায়পুরা থানাধীন উত্তর বাখর নগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন মুদি দোকানদার মানিক মিয়া। ঘটনার পর নরসিংদী জেলা পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) হত্যায় জড়িত দুইজনকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন—

১। রমিজ উদ্দিন ওরফে রমু (২৬), পিতা-মো. আলী হোসেন, সাং-চরধুকুন্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।

২। সুজন মিয়া (২৭), পিতা-মৃত আসাদ মিয়া, সাং-উত্তর বাখারনগর, থানা-রায়পুরা, জেলা-নরসিংদী।

এর মধ্যে রমিজ উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে পুলিশ জানায়।

চলতি সেপ্টেম্বর মাসে নরসিংদী জেলায় পৃথক ৫টি ঘটনায় মোট ৭ জন খুন হয়েছেন। এর মধ্যে পারিবারিক দ্বন্দ্বে ৩ জন, ব্যবসায়িক দ্বন্দ্বে ১ জন এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ জন নিহত হন। এসব ঘটনায় মোট ৬টি মামলা রুজু হয়েছে। ইতোমধ্যে ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, রুজুকৃত সকল হত্যামামলার রহস্য উদ্ঘাটন হয়েছে। অবশিষ্ট আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।