শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গান্ধীগাও শিশু ইলিয়াস হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার (২১সেপ্টেম্বর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের গান্ধিগাঁও টাঙ্গাইলা পাড়া রাজ্জাক মোড়ে নারী-শিশুসহ প্রায় সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা কালু গাজি, ফুফু ইসমত আরা, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য গৌরাঙ্গ, মাহফুজুর রহমান, দুলাল মন্ডল, এফএম সুলতান আহম্মেদ, আরেফিন সোহাগ প্রমুখ।
বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু ইলিয়াস হত্যার প্রধান আসামি নাজমুলকে গ্রেফতার করা হলেও তার সহযোগী ও অন্য আসামিরা রয়েছে ধরা-ছোঁয়ার বাইরে। বক্তাগণ বলেন, একটি নির্মম শিশু হত্যাকাণ্ডের মতো নিকৃষ্টতম ঘটনায় পুলিশের গরিমশি পুলিশ প্রশাসনের প্রতি মানুষের আস্থা বিনষ্ট হচ্ছে।
উল্লেখ্য যে, গত ১২ সেপ্টেম্বর গভীর রাতে নাজমুল ও তার পরিবারের হাতে নির্মমভাবে খুনের পর লাশ গুম করে রাখা এবং শিশু মরদেহ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।