ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী লিল্লাহ্ বোডিং ও মাদ্রাসায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই মাদ্রাসা প্রাঙ্গনে স্থানীয় মুসুল্লিদের উপস্থিতিতে মৌখিক ভোটের মাধ্যমে এই কমিটির সভাপতি নির্বাচিত হন আলহাজ্ব মোঃ ইমারত হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মিজানুর রহমান (মিজান)। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, মুফতী আখতার হুসাইন, হাফেজ মাওলানা ফয়জুল্লাহ, মুফতি রাকিবুল ইসলাম, মাস্টার আলী আক্কাস, উক্ত মাদ্রাসার পরিচালক মাওলানা জুনায়েদ সিদ্দিকী প্রমুখ।
নতুন এই কমিটি ঘোষণা শেষে উক্ত মাদ্রাসার ওয়াজ মাহফিল আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে উপস্থিত সকলকে জানানো হয়।